শীতে মেয়েদের জন্য কোন ক্রিম সবচেয়ে ভালো | Which cream is best for girls in winter?

শীতকালে কোন ক্রিম ব্যবহার করা উচিত?

শীতকাল আসলেই আমাদের প্রত্যেকেরই ত্বকই হয়ে উঠে বেয়ারা, রুক্ষ এবং শুষ্ক। এক্ষেত্রে প্রয়োজন পড়ে ত্বকের বাড়তি যত্ন এবং সঠিক ক্রিম ব্যবহারের। আজ আমরা আলোচনা করবো বেশকিছু শীতের মেয়েদের ক্রিম এবং এ-সম্পর্কিত টিপস। সুতরাং সাথেই থাকুন। 


শীতে মেয়েদের ক্রিম

আর্টিকেলে শুরুতে থাকছে শীতে মেয়েদের জন্য কোন ক্রিম সবচেয়ে ভালো সে-সম্পর্কিত একটি গাইডলাইন ভিত্তিক আলোচনা। 


যেখানে ফুটিয়ে তুলবো ক্রিমগুলি কি কি উপাদান রয়েছে, কোন ক্যাটাগরির স্কিনের জন্য ভালো এবং এসব ক্রিম ব্যবহার করলে কি কি উপকার পাওয়া যাবে সে-সম্পর্কিত বিস্তারিত তথ্য: 


লিকোরিস কোল্ড ক্রিম

নাম শুনেই নিশ্চয় বুঝতে পারছেন একটি মেয়েদের একটি শীতকালীন ক্রিম। বলে রাখা ভালো VLCC কিন্তু একটি কসমেটিক ব্র্যান্ড। আপাতত যার কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। 


এই ক্রিমটিকে সেনসিটিভ স্কিনের মেডিসিনও বলা চলে। ক্রিমটি তৈরিতে সাধারণত ব্যবহৃত হয়ে থাকে জাফরান, অ্যালোভেরা, জোজোবা অয়েল, অলিভ অয়েল, ভিটামিন ই, আঙ্গুরের বীজের নির্যাস এবং গোলাপের পাপড়ি। 


অয়েলি স্কিন ছাড়া যাদের স্বাভাবিক স্কিন রয়েছে এবং যাদের সেনসিটিভ স্কিন রয়েছে তারা ত্বককে শুষ্কতা এবং নিস্তেজতা থেকে রক্ষা করতে এই লিকোরিস কোল্ড ক্রিমটি নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। কারণ:


  • এতে থাকা প্রাকৃতিক তেল আপনার ত্বককে ময়শ্চারাইজিং করে তুলবে

  • বাইরে গেলে আপনার স্কিনে SPF ২০ সান কভার দেবে

  • ক্রিমটিতে থাকা ভিটামিন ই ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তুলবে


পন্ডস ময়শ্চারাইজিং কোল্ড ক্রিম

যারা কিছুটা হলেও স্কিন কেয়ারে বিশ্বাসী তারা নিশ্চয় পন্ডস ব্র্যান্ডকে মোটামুটিভাবেই চেনেন! যাইহোক! পন্ডস ময়শ্চারাইজিং কোল্ড ক্রিম হলো মেয়েদের আরো একটি শীতের ক্রিম। 


গ্রীষ্মকালে তাপ এবং শীতকালে ঠান্ডা…দুটো থেকেই রেহাই পেতে এই ক্রিমটি ব্যবহার করতে পারেন। ক্রিম আপনার ত্বককে গভীরভাবে ময়শ্চারাইজেশন এবং স্থায়ীভাবে উজ্জ্বল করতে সাহায্য করবে। 


প্রোটিন, সূর্যমুখী তেল ব্যবহার করে তৈরি করার ক্রিমটি ব্যবহার করলে: 


  • আপনার ত্বকে একটি পিংকিশ গ্লো কাজ করবে

  • ত্বকের রুক্ষতা অনেকাংশে কমে আসবে

  • সকল ধরণের স্কিনে এটি ব্যবহারের সুযোগ রয়েছে

  • গরমকালে অতিরিক্ত তাপের হাত থেকে ত্বককে রক্ষা করবে 


কোকো বাটার কোল্ড ক্রিম

মেয়েদের শীতকালীন ক্রিম হিসাবে কোকো বাটার কোল্ড ক্রিমটিকেও ব্যবহার করা যেতে পারে। বলে রাখা ভালো এটি একটি আয়ুর্বেদিক ক্রিম। যা ব্যবহারে আপনি পাবেন: 


  • শীতকালীন সঠিক ফেস ক্রিমের সাহায্যে ত্বককে ময়শ্চারাইজিং করার সুযোগ

  • সিল্কি এবং উজ্জ্বল ত্বকের নিশ্চয়তা

  • ত্বকের বাটারের মতো কোমলতা 


অনেস্ট বিউটি দ্যা ডেইলি ক্লেইম লাইটওয়েট ময়েশ্চারাইজার

আপনার যদি শুষ্ক, চাপযুক্ত ত্বক থাকে সেক্ষেত্রে এই ক্রিম বা ময়েশ্চারাইজারটি ব্যবহার করতে পারেন। চালযুক্ত ত্বক বলতে বোঝাচ্ছি যাদের ত্বকের সবসময় ব্রণের সমস্যা থাকে, এলার্জি হয় কিংবা জ্বালাপোড়া করে! 


ক্রিমটি তৈরি করার সময় এতে গ্লিসারিন, হাইলুরোনিক অ্যাসিডের একটি মাইক্রো ফর্ম এবং সেনসিটিভ স্কিন ফ্রেন্ডলি অ্যালানটোইন ব্যবহার করা হয়েছে। যা ত্বকের দীর্ঘস্থায়ী আর্দ্রতার কারণে দেখা দেওয়া জ্বালাপোড়া বা লালভাব দূর করতে সাহায্য করে। 


অনেস্ট বিউটি দ্যা ডেইলি ক্লেইম লাইটওয়েট ময়েশ্চারাইজার ব্যবহার করলে আপনার সেনসিটিভ ত্বক হয়ে উঠবে: 


  • কোমল এবং নরম

  • সঠিক হাইড্রেটেড ত্বকের নিশ্চয়তা

  • ত্বকের জ্বালাপোড়া বা লালভাব দূরীকরণ 

  • ত্বকের উপর আলাদা শাইনি একটি টেক্সচার 


ওলেই ম্যাক্স নাইট হাইড্রেটিং ময়েশ্চারাইজার 

শুরুতেই একটি বিষয় ক্লিয়ার করি৷ ওলেই ম্যাক্স নাইট হাইড্রেটিং ময়েশ্চারাইজার ব্যবহার করলে ত্বকের সানবার্নের মতো পোড়াভাব চলে আসার যে মিথ রয়েছে, তা কিন্তু পুরোপুরি ভুল। 


আর যদি ভয় না কাটে সেক্ষেত্রে সানস্ক্রিন ব্যবহার করে তবেই এই ময়েশ্চারাইজারটি ব্যবহার করতে পারেন। যাইহোক! ক্রিমটি তৈরিতে ব্যবহার করা হয়েছে পেপটাইড, ভিটামিন B3 বা নায়াসিনামাইড, রেটিনাইল প্রোপিওনেট এবং রেটিনলের মতো শক্তিশালী স্কিন-ফ্রেন্ডলি উপাদান। 


ওলেই ম্যাক্স নাইট হাইড্রেটিং ময়েশ্চারাইজারের গুরুত্বপূর্ণ কিছু উপকারিতা হলো: 


  • এটি ত্বকে কোলাজেন উৎপাদন বাড়ানোর জন্য রেটিনয়েডের একটি কার্যকর ডোজ দিয়ে থাকে

  • সময়ের সাথে সাথে ত্বকের ভিটামিন নিশ্চিত করে

  • ত্বকে কোনো অস্বস্তি বা লালভাব সৃষ্টি না করেই ত্বকের গ্লো নিশ্চিত করে

  • ওভার৷ নাইট ত্বকের সঠিক আদ্রতা বজায় রাখে 


গার্নিয়ার স্কিন অ্যাক্টিভ ওয়াটার রোজ ময়েশ্চারাইজার 

এই গার্নিয়ার স্কিন অ্যাক্টিভ ওয়াটার রোজ ময়েশ্চারাইজার ব্যবহার করলে আপনি ক্রিমের পরিমাণের দিক দিয়ে অনেক সাশ্রয়ী হয়ে উঠতে পারবেন। কারণ এটি অল্প পরিমাণে পুরো ফেইসে সহজেই ব্যবহার করা যায়। 


মজার ব্যাপার হলো এই ক্রিমটি কিন্তু কোয়ালিটির কারণে ২০২০ সালে অ্যালাউর বেস্ট অফ বিউটি অ্যাওয়ার্ড জিতেছে। এটি বিশেষভাবে তৈরি করা হয়েছে অয়েলি স্কিনের জন্য। কারণ এটি: 


  • স্কিনে গোলাপজল, গ্লিসারিন এবং হায়ালুরোনিক অ্যাসিডের সতেজতা দেবে

  • ফেইসে হাইড্রেটিং সুবিধা পাওয়ার একটি চমৎকার উপায় হিসাবে কাজ করবে

  • বেশ বাজেট-ফ্রেন্ডলি একটি ক্রিম 

  • তৈলাক্ত ত্বকের শতভাগ ময়েশ্চারাইজিং নিশ্চিত করবে 


ফেন্টি স্কিন ইন্সট্যান্ট রিসেট জেল ক্রিম 

Fenty Skin ব্র্যান্ড পুরো ফেইসে দ্রুত ময়েশ্চারাইজিং নিশ্চিত করতে এই ফেন্টি স্কিন ইন্সট্যান্ট রিসেট জেল ক্রিমটি বাজারে লঞ্চ করেছে।


যা তৈরি করতে সাধারণত ব্যবহৃত হয়ে থাকে হায়ালুরোনিক অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট-সমৃদ্ধ কালাহারি তরমুজের তেল এবং উজ্জ্বল নিয়াসিনামাইড নামক উপাদান। ফেন্টি স্কিন ইন্সট্যান্ট রিসেট জেল ক্রিমে থাকা চোখে পড়ার মতো উপকারিতাগুলি হলো: 


  • ফেন্টি স্কিন লাইনের এসপিএফ-ইনফিউজড ময়েশ্চারাইজারের মতো কাজ করে

  • এই জেল-ক্রিমে ইকো-সিকিউর প্যাকেজিংয়ের ব্যবস্থা রয়েছে 

  • রাতারাতি ত্বকের উজ্জ্বলতা এবং ময়েশ্চারাইজিং নিশ্চিত করবে 


শীতে মেয়েদের ক্রিম ব্যবহারের সঠিক উপায় 

কেবল শীতে মেয়েদের ক্রিম সম্পর্কে জানলেই হবে না। এর সঠিক ব্যবহার সম্পর্কেও জানতে হবে। কারণ সঠিক উপায়ে ফেস ক্রিম লাগাতে পারলে তা দ্রুত আপনার ত্বককে মসৃণ, উজ্জ্বল করে তুলবে। এক্ষেত্রে: 


  • unchecked

    আপনার ত্বকের ধরণের সাথে উপযুক্ত একটি ফেস ক্লিনার দিয়ে আপনার মুখ ভালোমতো ধুয়ে নিন

  • unchecked

    ঠাণ্ডা পানি নিয়ে হালকাভাবে আপনার মুখে তা ছিটিয়ে দিন

  • unchecked

    একটি নরম তোয়ালে দিয়ে আলতো করে মুখ শুকিয়ে নিন 

  • unchecked

    এবার শুকনো মুখে ধীরে ধীরে ক্রিম এপ্লাই করুন 

  • unchecked

    তুলোর বল বা তুলোর প্যাড দিয়ে কিছু ক্রিমের টোনার প্রয়োগ করতে পারলে আরো ভালো হয়

  • unchecked

    যাদের শুষ্ক বা সংবেদনশীল ত্বক রয়েছে তারা অ্যালকোহল-মুক্ত বা অতিরিক্ত রাসায়নিক পদার্থ মেশানো হয়নি এমন ক্রিম ব্যবহার করুন

  • unchecked

    ফেইস ক্রিম প্রয়োগের পূর্বে প্রথমে আই ক্রিম প্রয়োগ করে নিতে পারেন 

  • unchecked

    প্রথমে ময়েশ্চারাইজিং ক্রিম মুখে ছোট ছোট বিন্দুতে রেখে পরে তা ব্লেন্ড করুন

  • unchecked

    আঙ্গুল ব্যবহার করে ফেস ক্রিম ব্লেন্ড করার চেষ্টা করুন

  • unchecked

    ত্বকের উপর অতিরিক্ত চাপ দেবেন না

  • unchecked

    ঘাড়ে কিছু ফেস ক্রিম প্রয়োগ করলেও বিষয়টা মন্দ হয় না

  • unchecked

    টিস্যু ব্যবহার করে কোনো অতিরিক্ত ক্রিম থাকলে ফেইস থেকে তা সরিয়ে নিতে পারেন


শীতে মেয়েদের ক্রিম কেনার সময় যেসব বিষয় মাথায় রাখবেন

শীতে মেয়েদের ক্রিম কেনার সময় যথেষ্ট সতর্ক না থাকলে তা সরাসরি ত্বকের উপর বিরূপ প্রভাব ফেলবে। 


মনে রাখবেন যাদের ফেইস অনেক বেশি অয়েলি তারা একটি হালকা টেক্সচারের ক্রিম বা লোশন ব্যবহার করতে পারেন। আর যাদের ত্বক অনেক বেশি সেনসিটিভ তারা লোশন টাইপ ছাড়া নরমাল ক্রিমগুলি ব্যবহার করতে পারেন। 


যাদের ফেইসের ধরণ বুঝতে সমস্যা হয় তারা ফেইসের ধরণ বুঝতে ফেইসে আঙ্গুল রাখুন। রাখার সাথে সাথে যদি ত্বক নমনীয় বা অনেক বেশি নরম টাইপের হয়ে যায় সেক্ষেত্রে বুঝবেন আপনার স্কিন অয়েলি। 


আর যদি স্কিনে আঙ্গুল রাখার সাথে সাথে ফিল করেন যে স্কিন বেশ আঁটসাঁট এবং অস্বস্তিকর মনে হচ্ছে সেক্ষেত্রে ধরে নিতে হবে আপনি একজন ড্রাই স্কিনের মানুষ। আপনার শুষ্ক বা ডিহাইড্রেটেড স্কিন রয়েছে। 


এবার আসি শীতে মেয়েদের ক্রিম কেনার সময় কি কি বিষয় মাথায় রাখবেন সে-ব্যাপারে। শুরুতে বলবো আশির দশকে বা নব্বইয়ের দশকে যে ক্রিমটি ভালো চলেছে এই ডিজিটাল যুগে এসে যে সেই ক্রিমের কোয়ালিটি এখনো ভালো থাকবে তা নিশ্চিত করে বলা যায় না। সুতরাং সময়ের সাথে ক্রিম কোয়ালিটি যে চেইঞ্জ হবে তা মাথায় রাখুন৷ 


ময়েশ্চারাইজার কেনার সময় অবশ্যই জেনে নিবেন এটি ড্রাই স্কিনের জন্য নাকি অয়েলি স্কিনের জন্য! 


পাশাপাশি সকালে ব্যবহারের জন্য কোনটি এবং রাতে ব্যবহারের জন্য কোনটি সেটিও জেনে রাখা উচিত। কারণ যে ক্রিম আপনি সকালে ব্যবহার করবেন এবং যে ক্রিম আপনাকে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করবে, সেই ক্রিম কিন্তু আপনাকে ওভার-নাইট স্কিন সার্ভিস দেবে না! 


সুতরাং বিষয়টি লক্ষ্য না করে ক্রিম ব্যবহার করতে শুরু করলে খুব একটা ভালো ফল পাওয়া যাবে না। 


ইতি কথা

পুরো গাইডলাইনটিতে শীতে মেয়েদের জন্য কোন ক্রিম সবচেয়ে ভালো, কিভাবে ব্যবহার করবেন এবং কেনার সময় কি কি বিষয় মাথায় রাখবেন সে ব্যাপারে আলোকপাত করার চেষ্টা করেছি। আশা করি এই গাইডলাইন ফলো করে শীতে স্কিন কেয়ার করতে পারলে আপনার স্কিনও রুক্ষতা এবং ফ্যাকাশে হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পাবে। 

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন