সেরা ৫ টি কম দামে ভালো ফোন ২০২৩ বাংলাদেশ।

low budget best 5 smartphone in Bangladesh

প্রযুক্তির এই যুগে খুব সহজে সকল পন্য চলে আসছে আমাদের হাতের মুঠোয়। মোবাইল ফোন মানুষের জীবনকে করে তুলেছে আরো সহজ। কম দামে ভালো মানানের স্মার্টফোন পাওয়া যাচ্ছে খুবই সহজে। এতে নিম্ম বিত্তবান শ্রেণির মানুষ গুলো ও স্মার্টফোন ব্যবহার করার সুযোগ পাচ্ছে।


স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান গুলোর মধ্যে বাড়ছে প্রতিযোগিতা। কোন কোম্পানি কতো কমে স্মার্টফোন দিতে পারে! কম দামে বেশকিছু ভালো মানের স্মার্টফোন পাওয়া যাচ্ছে বাজারে। তবে মোবাইল ফোনের বিষয়ে একেক জনের একেক রকম পছন্দ।


স্বল্প মূল্য স্টাইলিশ ফিচার বা সব ধরনের সুবিধা পাওয়া যাবে এমন ফোনই চাহিদার কেন্দ্রবিন্দু। সম্প্রতি বাজারে আসছে বেশ কিছু ভালো মানের স্মার্টফোন। এমন ৫ টি ভালো মানের স্মার্টফোনের তালিকা দেওয়া হলোঃ


১০ হাজার টাকার মধ্যে সেরা ফোন ২০২৩ বাংলাদেশ।


এখানে দশ হাজার টাকার মধ্যে সবচেয়ে ভালো 5 ফোন নিয়ে আলোচনা করা হয়েছে যা সবার পছন্দ হতে পারে। ফোনগুলিতে রয়েছে ভালো মানের ব্যাটারি, ডিসল্পে, ক্যামেরা সহ অত্যধিক ফিচার। বিশেষ করে ফোনের নজরকাড়া ডিজাইন যা খুব সজেই যেকারো মনে জায়গা করে নিবে। বাংলাদেশে low budget এর মধ্যে সেরা পাঁচটি ফোন হলো:


1. Samsung A03 core


Samsung A03 core কম দামে ভালো ফোন ২০২৩ এর মধ্যে অন্যতম। ৬.৫ ইঞ্চি ডিসপ্লের সাথে রয়েছে ৭২০*১৬০০ রেজুলেশনের এইচডি প্লাস ডিসপ্লে। 


এই ফোনের পিছনে তিনটা ক্যামেরা রয়েছে। পিছনে আরো আছে ৮ মেগাপিক্সেল এর ক্যামেরা। সামনের হিসাবে ব্যবহৃত হয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা।


অ্যান্ড্রয়েড ভার্সন হিসাবে ব্যবহৃত হয়েছে ১১ অপারেটিং সিস্টেম। অ্যান্ড্রয়েড ১১ ভার্সনের কারনে এতে পাওয়া যাবে নতুন অনেক ফিচারস।


২/৩২ জিবি ভেরিয়েন্টের কম দামে ভালো মোবাইল বাংলাদেশ মূল্য ৯৬৯০ টাকা মাত্র। একটি ভেরিয়েন্ট হচ্ছে ২ জিবি রেম ও ৩২ জিবি ইন্টারনেট স্টোরেজ। 


Samsung A03 core কম দামে ভালো মোবাইল ব্যাটারি হিসাবে মোবাইলটিতে ব্যবহৃত হয়েছে ৫০০০mah ব্যাটারি। মোবাইলটিতে আছে ১০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা।


Samsung A03 core স্পেসিফিকেশনঃ


  • অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম। 

  • ৫০০০ এমএইচ ব্যাটারি।

  • পিছনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা।

  • সামনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা।

  • ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। 

  • ১০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা


2. Symphony Z22


Symphony Z22 কম দামে ভালো ফোনের মধ্যে অন্যতম। কম দামে এই ফোনে ব্যবহৃত হয়েছে ৭২০*১৬০০ রেজুলেশনর এইচডি প্লাস ৬.৬২ ইঞ্চি ডিসপ্লে। মোবাইলটিতে ব্যবহৃত হয়েছে ১.৪ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর এবং সাথে রয়েছে অ্যন্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম। চিপসেট হিসেবে রয়েছে ইউনিসক।


Symphony Z22 কম দামে বাংলাদেশে মূল্য ৮১৯০ টাকা। এই ফোনে আছে ২ জিবি রেম এবং ৩২ জিবি রোম।


এই ফোনের পিছনে আছে ১৩ মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সেল ক্যামেরা। ফোনটির সামনে আছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। সিকিউরিটি দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছে ফিঙ্গারপ্রিন্ট ও ফেসলক। ০.২ সেকেন্ডে ফিঙ্গারপ্রিন্ট লক খুলতে সক্ষম। ব্যাটারি হিসাবে ব্যবহৃত হয়েছে ৪০০০mah লিথিয়াম ব্যাটারি।


Symphony Z22 স্পেসিফিকেশনঃ


  • ৬.৫ ইঞ্চি ডিসপ্লেI

  • ৪০০০mah ব্যাটারি

  • ২ জিবি রেম, ৩২ জিবি রম।

  • রেয়ার ১৩+২ এবং ফ্রন্ট ৫ মেগাপিক্সেল ক্যামেরা।

  • অ্যান্ড্রয়েড ১১।

  • ফিঙ্গারপ্রিন্ট, ফেসলক।


3. Techno Spark go 2023


Techno Spark go 2023 কম দামে ভালো মোবাইল বাংলাদেশ মূল্য ৯৯০০ টাকা। এই ফোনে পিছনে রয়েছে ২টি ক্যামেরা। একটি ক্যামেরতে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা ও অন্যটিতে al ক্যামেরা ব্যবহৃত হয়েছে। সামনের ক্যামেরা হিসাবে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। 


মোবাইলটিতে আছে ৩২ জিবি ইন্টারনেট স্টোরেজ এবং ২ জিবি রেম। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে। এই ফোনে ব্যবহৃত হয়েছে ৫০০০ এমএইচ ব্যাটারি।


এইচডি প্লাস এর সাথে ৭২০*১৬০০ রেজুলেশনের ৬.৫ ইঞ্চি ডিসপ্লে ব্যবহৃত হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট এবং ফেসলক ব্যবহার করা যাবে সিকিউরিটির জন্য।


Techno Spark go 2023 স্পেসিফিকেশন:


  • অ্যান্ড্রয়েড ১১।

  • ৫০০০ এমএইচ ব্যাটারি।

  • ২ জিবি রেম, ৩২ জিবি রম।

  • রেয়ার 13+al মেগাপিক্সেল দুইটি ক্যামেরা, 8 মেগাপিক্সেল সিঙ্গেল ক্যামেরা।


4. Infinix Smart 5 pro


কম দামের মধ্যে Infinix Smart 5 pro অন্যতম। এই ফোনটিতে ব্যবহৃত হয়েছে ৭২০*১৬০০ রেজুলেশনর ৬.৫২ ইঞ্চি ডিসপ্লে।


মোবাইলটিতে ব্যবহৃত হয়েছে ১.৮ গিগাহার্জ কোয়াড কোর চিপসেট এবং সাথে রয়েছে অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম।


Infinix Smart 5 pro কম দামে ভালো মোবাইল বাংলাদেশ মূল্য ৮৯৯০ টাকা। রেম ২ জিবি এবং রোম ৩২ জিবি ব্যবহৃত হয়েছে। মোবাইলের পিছনে রয়েছে ১৩ মেগাপিক্সেল+QVGA ক্যামেরা। ফোনটির সামনে আছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা।


ব্যাটারি হিসাবে ব্যবহৃত হয়েছে ৬০০০mah ব্যাটারি। চার্জিং সুবিধার ক্ষেত্রে মোবাইলটিতে আছে ১০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা।


Infinix Smart 5 pro স্পেসিফিকেশন:


  • অ্যান্ড্রয়েড ১১।

  • 13 মেগাপিক্সেল ক্যামেরা, 8 মেগাপিক্সেল সিঙ্গেল ক্যামেরা।

  • ২ জিবি রেম, ৩২ জিবি রম।

  • ৬০০০এমএইচ ব্যাটারি।


5. Itel vision 2s


Itel vision 2s কম দামে ভালো ফোন ২০২৩ এর মধ্যে অন্যতম। ৬.৫ ইঞ্চি ডিসপ্লের সাথে রয়েছে ৭২০*১৬০০ রেজুলেশনের এইচডি প্লাস ডিসপ্লে। 


এই ফোনের পিছনে ডুয়েল ক্যামেরা রয়েছে। পিছনে আরো আছে ৮ মেগাপিক্সেল এর ক্যামেরা। সামনের হিসাবে ব্যবহৃত হয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা।


অ্যান্ড্রয়েড ভার্সন হিসাবে ব্যবহৃত হয়েছে ১১ অপারেটিং সিস্টেম। অ্যান্ড্রয়েড ১১ ভার্সনের কারনে এতে পাওয়া যাবে নতুন অনেক ফিচারস।


২/৩২ জিবি ভেরিয়েন্টের কম দামে ভালো মোবাইল বাংলাদেশ মূল্য ৮৬৯০টাকা মাত্র। একটি ভেরিয়েন্ট হচ্ছে ২ জিবি রেম ও ৩২ জিবি ইন্টারনেট স্টোরেজ। 


Itel vision 2sকম দামে ভালো মোবাইল ব্যাটারি হিসাবে মোবাইলটিতে ব্যবহৃত হয়েছে ৫০০০mah ব্যাটারি।


Itel vision 2s  স্পেসিফিকেশন:


  • অ্যান্ড্রয়েড ১১।

  • ৫০০০ এমএইচ ব্যাটারি।

  • ২ জিবি রেম, ৩২ জিবি রম।

  • পিছনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা।

  • সামনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন