কিভাবে দ্রুত পোস্ট ইনডেক্স করবেন? জেনে নিন আসল উপায়

দ্রুত পোস্ট ইনডেক্স করানোর উপায় কী?
What is the fastest way to index post?

সার্চ ইঞ্জিন এ দ্রুত পোস্ট ইনডেক্স করানোর উপায় এবং কিছু trips and tricks  নিয়ে নিচে আলোচনা করা হলো:

যারা ব্লগিং করেন তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো search engine এ post index করা।

যারা ব্লগিং এ নতুন তাদের জন্য বিষয়টি আরও বেশি গুরুত্বপূর্ণ। এছাড়াও অনেকেই আছেন যারা সাইট খুলেছে কিন্তু পোস্ট ইনডেক্স হচ্ছে না বলে হতাশ পড়েন। চলুন জেনে নেওয়া যাক কিভাবে দ্রুত পোস্ট ইনডেক্স কারা যায়।


যারা নতুন ব্লগিং শুরু করেন তাদের মধ্যে বেশিরভাগ  শুরুর দিকে পোস্ট ইডেক্স নিয়ে অনেক বেশি ব্যস্ত পড়েন, কিন্তু ব্লগ টিকে কার্যাকর এবং আকর্ষণীয় করে তুলবে অথবা গুরুত্বপূর্ণ একটি ব্লগ হিসাবে প্রতিষ্ঠিত করবে সেই দিকে কোনো খেয়াল রাখে না। ফলে সাইট দ্রুত ইনডেক্স হওয়ার থেকে পিছিয়ে পড়ে।


আবার অনেকেই আছেন যারা রেগুলার পোস্ট করেন কিন্তু পোস্ট গুলিকে কিছুতেই search result এ খুজে পায়না। post লিংক দিয়ে সার্চ করলে দেখা যায় কোনো পোস্ট খুজে পাওয়া যায়নি, এর কারণ খুজতে গিয়ে দেখা গেছে সাইটে sitemap যুক্ত নেই। 


যাইহোক, দ্রুত পোস্ট ইনডেক্স করানোর জন্য অনেকগুলো বিষয়ের প্রতি খেয়াল রাখতে হয়। অনেকই আছেন যারা পোস্ট ম্যানুয়ালী ইনডেক্স করেন তবুও সার্চ রেজাল্টেটে প্রদর্শন হতে অনেক দেরি হয়। search engine এ post দ্রুত ইনডেক্স করতে হলে সবার আগে সাইটিকে আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ করে তুলতে হবে।


দ্রুত পোস্ট ইনডেক্স করার টিপস ট্রিকস 

পোস্ট দ্রুত Index করার ক্ষেত্রে যে উপায়গুলি জানা দরকার তা নিচে আলোচনা করা হলো :

  • search console এ sitemap জমা দিতে হবে
  • ভাল মানের article শেয়ার করতে হবে
  • প্রতিদিন content প্রকাশ করতে হবে
  • সাইটের backlink বৃদ্ধি করতে হবে
  • social মিডিয়ার network গুলো যেমন Facebook, twitter ইত্যাদি পোস্ট শেয়ার করতে হবে
  • ওয়েবসাইটের গতি বৃদ্ধি করতে হবে
  • website এ amp যুক্ত করে তা সঠিক ভাবে অপটিমাইটেজেশন করতে হবে
  • পুরাতন পোস্ট গুলিকে আপডেট করতে হবে
  • Index সমস্যায় সাইট ping করতে হবে।


উপরের বিষয়গুলো যেকোনো website এ যুক্ত করার মাধ্যমে ওয়েবসাইটে পোস্ট দ্রুত ইনডেক্স করানো সম্ভব। প্রতিদিন content শেয়ার করুন এবং সাইটের দিকে বিশেষ নজর দিন। সাইটের ভালো মন্দ দিক গুলো বের করুন এবং তা পরিবর্তন করুন।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন